আমাদের আছে এক ছোট্ট সোনা
নামটি তাহার টুনটুনি,
শুয়ে বসে দিন কাটে তার
হাতে বাজায় ঝুনঝুনি।
কোন খাবার-ই খাই নাকো সে
খায় যে শুধু বুনবুনি।
মাঝে মাঝে দেয় সে মাকে
নাকানি চুবানি।
দুষ্টামিতে মাতিয়ে রাখে
দিন-রাত্রি সারা বেলা,
সবাই মিলে তাহার সাথে
করতে হয় যে খেলা।
ঘুমের সময় গাইতে হয় তার
ঘুম পাড়ানি গান,
যেখানে যেখানে পিচু করে
ডেকে আনে বান।
দুপুর হলেই মাকে ডাকে
করিয়ে দিতে স্নান,
মুখটি তাহার দেখে সবার
দুঃখ হয় যে ম্লান।
তাহার মুখের হাঁসিতে
মন উরে যায় হাওয়াতে,
তাহার চোখের চাওয়াতে
মন চলে চায় ভাসিতে।
তাহার হাতের ছোঁয়াতে
মনে জাগে সুখের পরশ,
তাহার কষ্টের কাঁদনে
কেঁপে উঠে খোদার আরশ ।