পৃথিবীতে অনেক ভাষা আছে,
যার নেই কোন ইতিহাস।
পৃথিবীতে এমন একটি ভাষা আছে,
যার আছে দীর্ঘ ইতিহাস।
সে হলো আমার প্রিয় বাংলা ভাষা।
৪৭-শে শুরু হয় সংগ্রাম,
৪৮-এ আঘাত এলো
মুখের ভাষা কেড়ে নিলো,
পাক হানারদার হায়েনা।
অনেক মিছিল অনেক মিটিং
তবুও হয়নি সমাধান,
৫২-তে লড়াই করে পেয়েছি ভাষার মান।
সালাম,বরকত,রফিক,শফিক
করলো তাদের জীবন দান।
তাদের রক্তের দামেই পেলাম
মাতৃ ভাষার সম্মান।
আজ বাংলায় লেখি-পড়ি,
বাংলা-তে তাই কথা বলি।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা বলে মিটায় আশা।
বাংলাই এখন পৃথিবীতে
আন্তর্জাতিক মাতৃভাষা।