আকাশ জুড়ে মেঘ করেছে
মেঘ ডাকছে কড় -কড়,
এখনি বুঝি নামবে বৃষ্টি
ঝরবে বৃষ্টি ঝরঝর।
বৃষ্টির পানিতে ধুয়ে যাক
ধরনীর যত ক্লান্তি,
বৃষ্টির পরে নেমে আসুক
এই নগরীর বুকে শান্তি।
ধুয়ে যাক নগরীর পথে জমা
যত সব ধুলো ময়লা,
রাস্তার গাছগুলো রোদ্রে পুড়ে
হয়ে আছে কালো কয়লা।
পেয়ে বৃষ্টির নতুন পানি
গাছগুলো পাবে সঞ্জীবনী,
ফুটাবে গাছ নতুন পাতা।
এই গাছ-ই হবে নগরের,
নাগরিকের মাথার ছাতা।
সাঁজবে নগর নতুন সাঁজে
বাজবে যে গান মনের মাঝে।
মিলবে তখন শীতল পরশ,
নগর হবে সুখের আরশ।