যাত্রা শেষে পথ যে মিশে
ঘরের বারান্দায়।
জাপটে ধরে বুকের মাঝে, বাবা
সবাই কে ডেকে জানায়।
ঘরের ছেলে ঘরে ফিরেছে
দেখবি তোরা আয়।
সঙ্গে এনেছে মন্ডা মিঠাই
পেটটি পুরে খায়।
ওঘর থেকে ডাকছে মা’য়ে
আয় সোনা বুকে আয়।
বাড়ির ছোটরা ঘিরে রেখেছে
জাপটে ধরে আমায়।
বড় বুবু বলে, দেখরে মনা
এটাই আমার জামায়।
ছোট্ট বোনটি চুপটি মেরে
পাশে এসে দাড়ায়,
কি এনেছিস জলদি দেখা
হাত দুটি তার বাড়ায়।
ওপাশ থেকে বৌদি বলে,
এবারো কি দিচ্ছ ফাঁকি আমায়?
সামনে বসা ভাইটি বলে,
তুই ফিরেছিস এটাই বড়
আমার কিছু না চায়।