লোকালয় ছেড়ে,জনমানব শুন্য মাঠের মাঝে
দুই পা ছড়ায়ে সবুজ ঘাসে বসে আছি।
সামনে সবুজ ধান ক্ষেত,হেঁটে যাওয়ার পথ,  
ওপারে সরষে ফুলের আগুন লাগা হলুদ বাতাশে খায় দোল।
তারপরে আবারও মাঠ,মাঠের পরে ক্ষেত,
দূরের ঝাপসা দৃষ্টিতে দেখা যায় কালো গ্রাম।
মাথার উপর দিয়ে উরে যায় সাদা বকের ঝাঁক,
ঐ আঁধার মাখানো কালো গ্রামের দিকে।
পেছনে নদীর মধ্য থেকে,  
সন্ধার কুজঝটিকা ধেয়ে আসছে আপন গতিতে।
নিমিষেয় ঢাকা পড়ি আমি,
সোজা হয়ে উঠে দাঁড়ায়,
পায়ের নিচে চেপে থাকা জুতো জোড়া বগলে তুলি
সামনের পানে চলা শুরু,ঐ সাদা বকের পেছনে।
আঁধার মাখা গ্রামে বাঁশ বাগান আছে,
কানা বকের বাসা ঐ বাঁশ বাগানে।
কিন্তু আমি, আমার।