ভালো লাগার বাংলাদেশ,ভালবাসার বাংলাদেশ ।
রক্তে গড়া বাংলাদেশ,আমার সোনার বাংলাদেশ ।
মাতৃভূমি বাংলাদেশ,জন্মভূমি বাংলাদেশ,
তোর রুপে মা বিশ্ব দলে, জন্ম আমার ধন্য মা তোর কোলে ।
ভালবাসি তোকে মা গো,
নিতে দে মা তোর পদ ধুলি মাথায় তুলে,
এ জীবনে কখনও যেন, যাই না তোকে ভুলে,  
সারাটা জীবন এমন করেই রাখিস মা তোর কোলে।
জীবন ধরে গাইবো আমি তোরই মুখের বুলি,
মনের মাঝে আঁকব তোকে দিয়ে রং তুলি।
জল রঙে আঁকবো আমি তোর বুকের ঐ জল
ছাই রঙে আঁকবো বুকে ধান শালিকের দল।
তোর বুকের ঐ সবুজ দিয়ে আঁকবো বন বাদাড়,
কালো রঙে আঁকবো আমি বাঁশ বাগানের আঁধার।
সোনা রঙে আঁকবো বুকে নতুন ঊষার আলো,
হিন্দু মুসলিম তোরই সন্তান, থাকুক সবাই ভালো।