হে তিলোত্তমা,আমার রাগিনী- সুহাসিনী
হে আমার দয়িতা- প্রেমাস্পদা, হে আমার পরী
কোথা থেকে দন্ডমুন্ডের মতো আবির্ভাব হলে
কোথায় থাক তুমি?


ঈশ্বর কি পাঠিয়েছেন আমার জন্য
তুমি কি এনেছো ঐশ্বরিক শক্তি, না বুক ভরা ভালবাসা!
আমার এলভিওলাস রিক্ত হয়েছে নাসারন্ধ্র দিয়ে উষ্ণ প্রেমের হাওয়া
বইছে।


হে মোহিনী, হে আমার নীলাম্বরী
একুশটি বসন্ত কাটিয়েছি তোমার জন্য,
তোমার ভালবাসা পাওয়ার জন্য আজ কেন হঠাৎ চলে যেতে চাও?


তোমার শুভ্র কায়ার মায়ায় হায়া হারিয়ে  ফেলেছি
ভালবাসার খান্ডবদাহনে জ্বলছি,
হে অপ্সরী হে আমার  মায়াবতী,
তোমার মাঝে সুখ খুজতে চেয়েছিলাম
একুশ বসন্ত হারানোর ফুল তোমার বক্ষে ফুটাতাম।


ভালবাসা দিয়ে রাঙিয়ে দিতাম তোমার পাদপদ্ম
তোমার চূর্ণ কুন্তুল নিজেকে বেঁধে রাখতাম , তোমার
কমলা পয়োধরে ভালবাসার মধু চাষ করতাম।


তুমি কিসে চলে যাও, আমার বসন্ত কি আর আসতে দিবে না
তোমার পদ্মালোচন আখির তারকায়,
আমায় কি এঁকে নিবে না,
তোমার কোকিল কন্ঠি সুরে আর কি বসন্তের গান শুনাবে না।


তুমি কিসে  আমার জীবন বসন্তের রঙে রাঙাতে চাইলে
আর কিসে আজ চলে যাও!
কি পেলে আমার মাঝে, আর কি পেলে না! হে আমার বসন্তের রাণী?
তোমায় ভালবেসি ভুল করেছি
তুমি আমার ভালবাসা বুঝবে বা কেমনে ঐশ্বরিক শক্তির কাছে ভালবাসা
বিক্রি করেছো...