এই ইট পাথরের শহরে কিছু নেই,
যেদিকে তাকাই মহা তমিস্রায় আচ্ছাদিত!
কোকিলের কুহুকুহু ডাক নেই
আকা- বাঁকা পথ নেই
কলকারখানার কর্কশ গানে
দেহে রুষ্টতা আনে?
এই ইট পাথরের শহরের কিছু নেই
যা আছে সব মেকী
প্রকৃতির রুপ দেখিনা আবর্জনার স্তূপ দেখি!
এই ইট পাথরের শহরের কিছু নেই
মনের ঢঙ নেই ভালবাসার রঙ নেই
এই খানে হয় ভালবাসা নিয়ে হয় লুতুপুতু খেলা
কখনো রাতের আধারে
ঝোপ- ঝাড়ে বসে অঙ্গ রসের মেলা
এই ইট পাথরের শহরে কিছু নেই
নেই! নেই! নেই!
কিছু নেই এই ইট পাথরের শহরে?