হে ঘাস ফুল তোমায় ভালবাসতে চাই
তোমার কাছে আসতে চাই!
হে ঘাস ফুল এভাবে শিশিরের ছোয়ায়
তোমার যৌবন কে ম্লান করো না
শিশিরের ছোঁয়া কি তোমায় যাতনা দেয়
তা কি তুমি জানো?


তোমার পাঁপড়ি কুকড়ে যায় নিজেকে বিকশিত করতে পারো না
আমি সবিতা আমার কাছে আসো,
আমার উত্তাপে তোমার পাঁপড়ি বিকশিত হবে
তোমার ফুল ফুটবে আহা! কি সুন্দর হবে তুমি?
তোমার শাখা-প্রশাখা ছড়িয়ে পড়বে
হে ঘাসফুল শিশিরের প্রেমে কি পেয়েছো তুমি
শুধু তোমার ক্ষতি করেছো!


ফুল গুলো কে রোগা করেছ তোমার সৌন্দর্য তুমি নিজেই হরণ করেছে
এভাবে শিশিরের ছোঁয়ায় কতদিন থাকবে
নিজেকে আর কত কষ্ট দিবে,
শিশিরের ছোঁয়া নিজের বাকি জীবনটা শেষ করো না
তুমি চলে এসো সবিতার কাছে
নিজেকে রাঙিয়ে দাও ভালবাসা ছড়িয়ে দাও...