আজীবন অকৃতদার থাকবো দেবী অদ্রিতা
তোমার রুপের আলায় ঝলসে গেছি,
মনের নীলিমা বিধ্বস্ত
হেলাল,সেতারা,অংশুমালী সবাই বিক্ষোভ করেছে
মন রাজ্যের সম্রাজ্ঞী চাই?
তাই অগত্যা তোমার দ্বারে কড়া নাড়ি দেবী অদ্রিতা?
কত আশা ছিল অচলায়তন সমাজের দ্বার ভেঙ্গে
তোমায় মন রাজ্যের সম্রাজ্ঞী বানাবো
আমার প্রজাদের শান্ত করবো?
.
তোমার অঙ্গরাগ দেখার পর দেখে এমন অবস্থা
কতবার তাদের বিক্ষোভ নিধনের চেষ্টা করেছি
প্রেম দেবতা মদনের কাছ থেকে কত যে ভালবাসা এনেছি
যে প্রজাদের শান্ত করবো ভালবাসা দিয়ে?
কিন্তু পারিনি।
.
মন রাজ্যের প্রজারা মস্তিষ্কে কার্তুজ চালাচ্ছে
উন্মাদনা ছড়িয়ে পড়ছে আমার শিরা- উপশিরায়,
ফুসফুস ভালবাসার ক্যান্সারে আক্রান্ত
অক্ষির কোণে কবোষ্ণ জ্বল  টলমল করছে?
.
বাম নিলয় ডান নিলয় আজ প্রায় অচল
শরীরের অঙ্গ- সঞ্চালন হচ্ছে না
কেমন জানি স্থবির হয়ে পড়েছি দেবী অদ্রিতা।
.
অজ্ঞাতকুলশীল না জেনে তোমায় ভালবেসেছি
মন কে আশকারা দিয়েছি,
আজ  মনের এমন আস্পর্ধা হতো না
যে আমার বিরুদ্ধে বিক্ষোভ করবে?
.
উত্তরোত্তর তোমার প্রতি আসক্ত হচ্ছি দেবী অদ্রিতা
এমনটা ছিলাম না প্রাক্কালে,
হে দেবী অদ্রিতা তুমি এ ভালবাসার উপপাদ্য সম্পাদন
করে দাও!
.
আমার মনের বিক্ষোভ কে শান্ত করো
আমি তোমার ভজনালয়ে অর্চনা করবো,
হে দেবী অদ্রিতা আমি উপযাচক হয়েছি
শুধু তোমার কারণে ভুলতে পারবো না তোমায় শত বারণে?
.
হে দেবী অদ্রিতা তোমার পথ রুদ্ধ করবো না
আমার সেই শক্তি নেই,
তোমার ঐশ্বরিক রূপ দেখে বিক্ষোভ চলছে
সৈন্য- সামন্ত নেই যে তাদের বিক্ষোভ দমন করবো?
.
শতবার নির্লজ্জ্ব হয়েছি কথা বলবো না তবুও বলেছি
শুধু মনের বিক্ষোভ দমন করার জন্য হে দেবী অদ্রিতা
তুমি কবে আসবে?
কবে হবে মম প্রেম রাজ্যের সম্রাজ্ঞী।
.
আর কত থাকবো নিশি জাগি?
দিন দিন বৃদ্ধি পাচ্ছে কষ্টের ডাল- পাল
আর কত সইবো মনের বিক্ষোভ জঞ্জাল?
.
বলে দাও মোরে হে দেবী অদ্রিতা
গতায়ু কাল দিচ্ছে উঁকি,
আর কতকাল ভান করে থাকবে হয়ে কচি খুশি।
.
হে দেবী অদ্রিতা আমি তোমার পাবন্দ
পূত ভাবে ভালবাসিবো করবো না কোন দ্বন্দ্ব,
তোমার জন্য প্রব্রজ্যা ধর্ম করিবো গ্রহণ
আর পারি না মনের বিক্ষোভ সইতে
বক্ষে হচ্ছে রক্ত ক্ষরণ?
.
হে দেবী অদ্রিতা করো না আর ফক্কড়
ভালবাসা দিয়ে ছুঁয়ে দিবো তোমায় অধর,
বিড়বিড় করো না স্বর্গে থেকে
আমার মন রাজ্যের বিক্ষোভ যাও দেখে?
.
হে দেবী অদ্রিতা তুমি পারো এ বিপদভঞ্জন করতে
বিদ্রূপ করো না তোমার মতো দেবী নেই এই মর্তে,
আমি ট্রেসপাস করে স্বর্গে যেতে পারবো না দেবী অদ্রিতা
সেই শক্তি দেয়নি আমার ঈশ্বর।
.
আমি ঠুঁটো জগন্নাথ হলেও তোমার কাছে কিছু নেই
দেবী অদ্রিতা,
আমার শঙ্কার ডঙ্কা বেজে চলছে হরদম
মনের বিক্ষোভ দিন দিন হচ্ছে পাহাড় সম?
.
হে দেবী অদ্রিতা তুমি তরিৎবেগে এসো মম মন রাজ্যে
তজ্জনিত তোমায় ভালবাসা নজরানা দিবো দেবী অদ্রিতা,
আমার প্রজাদের শান্ত করো আমি তোমায় আজীবন যুবজানি করে রাখবো?
.
দিনমান তোমায় ভালবাসবো ভালবাসার জাদুঘরে রাখবো তোমায়
মনের বিক্ষোভ দমন হবে,
তোমার চারুদর্শন রুপের জন্য ভালবাসার শিল্পকলা একাডেমী করবো
আমার মন রাজ্যে দেবী অদ্রিতা।
.
একবার আমার মনের রাজ্যে এসেই দেখ
বরণডালা নিয়ে বসে আছে আমার মন রাজ্যের প্রজারা,
ডাক- ঢোল, শানাই,আরো কত বাদ্যযন্ত্র
আড়ম্বর অনুষ্ঠান করবে নাকি আমার মন রাজ্যের প্রজারা?
.
কিন্তু তুমি নেই দেবী অদ্রিতা তাই মনের এমন বিক্ষোভ
তুমি পদলেহন করো না দেবী অদ্রিতা,
পয়মাল করো না মম মন রাজ্যে
আর কতকাল তোমার আশায় থাকবো আর কতই বা করবো ধৈর্য।
.
আমার যে মন রাজ্যের পথিকৃৎ নেই
প্রজাদের পদাশ্রিতায় বেঁচে আছি।
হে দেবী আমি আর ভালবাসার ঘাগী হয়ে থাকতে চাই না
আমায় মুক্ত দাও আমার মন রাজ্যের বিক্ষোভ নিধন করো?
.
নচেৎ ঈশ্বর কে বলে যমালয়ের দ্বার উন্মোচন করে দাও
থাকুক আমার মন রাজ্য বিক্ষোভ  করুক তাদের দেবী অদ্রিতার জন্য?