আমার কষ্ট দেখে ঈশ্বর নিত্য করে
একটু বারের জন্য ঈশ্বরের মন নাহি পোড়ে,
আমি ঈশ্বরের দাস্
তাই ঈশ্বর হয়েছে মহাত্রাস।
.
যখন যা খুশি
তা আমার কাছ থেকে
করে আশ,
আমার হুকুমে চল নচেৎ হবে তোর জীবন নাশ।
.
ঈশ্বরের কান্ড - দেখলে হাসি পায়
আমি দাস্ বলে যখন খুশি তা চায়
দুনিয়ার সমস্ত আইন আমার উপর বর্তায়,
.
প্রেম করা যাবে না,পরকীয়া করা যাবে না
নামায পড়তে হবে,পূজা করতে হবে।
দিনমান তার কথা মানতে হবে
না হলে দোযখের অনলে ঝলসাবে!
.
ঐ যে আমি বললাম আমি ঈশ্বরের দাস্
তিনি যা খুশি তাই আমাদের দিয়ে করাবেন,
একটু আনন্দ খুজতে গেলেই
তার আইনের খোপড়ে ভরাবেন?
.
বসে থাকা যাবে না কর্ম করতে হবে
এবং তার আইনের মর্ম বুঝতে হবে,
তিনি আলালের ঘরে দুলাল বানিয়ে পাঠাবেন
ক'দিন পর আলাল করে ফালাল করে
দুলালের নিত্য দেখবে।
.
যৌবন নিয়ে হলি খেলা যাবে না
তার সেবায় নিয়োজিত থাকতে হবে,
তবে যৌবন দেওয়ার কি দরকার ছিল
যৌবন নিয়ে যদি না খেলতে পারি তবে সেই জিনিস কেন দিলে?
.
শুধুমাত্র তোমারি ইবাদত করতাম
পেটপুরে খাওয়ারি কি ছিল,
বিশ্ব কে এ্যাত্ত সুন্দর করার দরকার কি ছিল
শুধু মসজিদ, মন্দির,প্যাগোডা, গির্জা বানিয়ে দিতে
সারাদিন তোমার ইবাদত করতাম?
.
প্রতি ইঞ্চি মাটিতে ধর্মালয় গড়ে দিতে
তুমি তো আমার মত ভালবাসার পাগল
আনন্দ- সুখ না দিয়ে আবার আমার কাছে ভালবাসা খোঁজ কিসে?
.
আমি সুখি নেই তোমায় আবার
কেমনে ভালবাসা দিয়ে পর্যদুস্ত করে রাখি?
.
হে ঈশ্বর তোমায় নিয়ে ভাবনার যোগ্যতা আমার
নেই,
আমি তো তোমারি দাস্
তুমি তো আবার  ধার্মিক পার্টির চেয়ারম্যান?
.
যখন- তখন ধর্মের আগুনে পুড়িয়ে ফেলতে পারো আমায়
তার জন্য তো অনেক সদস্য রেখেছো বিশ্বব্রহ্মাণ্ডে?
.
তোমাকে  আর কিছু বলার নেই
শুধু এইটুকু বলতে চাই আনন্দ- সুখ দিয়ে
ভালবাসার আবদার করবে?