কতক্ষন যে আকিবুকি করেছি মনে নেই।
ক্যানভাসে আজ যা হচ্ছে তা বিকার গ্রস্থের কাজ!  
ক্রমশ বেশ শীর্নকায় একটি মানচিত্র।
উচ্ছিষ্টের জায়গাগুলো বাড়ছে ।
র্দুগন্ধ বেশ চেপে বসেছে বায়ুতে।
পাশে তেমনি শীর্ন নেড়ি কুকুরদের সোরগোল।
নীল জল,পর্বত, মেঘমালা,
আকাশের গায়ে রাং্গা মেঘ, নিচে তার সবুজ পল্লব,
মুখোশ পরা কিছু মানুষ,
পার্ল হারবারের ভুতের আছর !
গনহত্যাকারীর হাত পুন পুন রঞ্জিত।  
সর্বাঙগ সাদা ব্যান্ডেজে আবৃত মৃতদেহ,
কবরের মধ্যে নীলাভ রক্তাক্ত মৃতদেহ,
হঠাত ই থমকে আছি!
চেতনা নাশক ভিমরুলের বিশের হুল
আমার সর্বাং্গে।
মেজাজ ঠিক নেই আজ ।
এমন দিনে যতবারই অবয়ব তোমার  
অসঙখ্য রঙগে রাং্গিয়ে দিতে চেয়েছি
তখন ঠিক আমি বেভুলা কেউ।
তুমি উচ্ছিষ্টে পরিত্যক্ত, আর তোমার নামে
প্রসাদের চুড়োয় লাল সবুজ নিশান উড়াচ্ছে কেউ!