েমৌলির দোতলা
গরম আলুপুরি
অর্ডার হয়ে গেছে।
মেঘাছ্ন্ন আকাশ ইতমধ্যে হালকা করে
শিরশিরে জলঝাপটা খানিক বয়ে গেছে।
ভ্যাঙকুভার থেকে শাহবাগ
শীতের শহর ছেড়ে অতপর-
পাবলিক লাইব্রেরী পার হয়ে
তুমি ! এবং শাড়ীতে !  
লালপেড়ে কুচিগুলো
গৌরী দু পায়ের শাসনে
বেশ ছন্দ তুমি হেটে চলেছো বলে।
আমি কি চিনতে পেরেছি ?
বটের নতুন পাতায় ঝরা ফোটায়
একটুখানি রোৌদ্র ছুয়ে গেছে তবুও  
কোথাও কোন স্পর্ষের চিহ্ন নেই, চুলে চিবুকে,
তোমার হাতের রেখায়,ল্যাপ্টানো ঘাসে,
খুব কাছের কোন নিষেধের নাগপাশ ছিন্ন নিঃশ্বাসের।
অথচ সেই সমগ্র তুমি  মনের কোনে এখনো  
কোন অনাবৃতা ।
আমায় ক্ষমা করো তখনো বুঝিনি
তোমার এত কাছাকাছি কেউ হাটছিল।