অনেক দিন তোমার দেখা নেই !
কথা নেই ! আসলে কি জান ?
“কথা না হলে দেখা না হলে মন একেবারেই ভালো থাকেনা” ।
মন মরা লাগে নিজরে, জানি না কবে দেখা হবে ?

জানো ?
এখনো ধূসর পৃথিবী,
চাঁদ তারা নক্ষত্র, মেঘে ঢাকা আকাশ
পাখির কণ্ঠ রুদ্ধ, কানন পুষ্পহীন, অনেক দিন ।


“পলক নেই তোমাতে-আমাতে মৌনতায় ভরা অন্তর,
হবে কি সকাল ফেরাতে আলোয়, আসবে কি পুলকিত-
সন্ধ্যা বিকেল রুদ্ধ হবে কি আঁখি নীর”।
কাব্যের সৌরভীত মধ্যাহ্ন, নিরিক মন ভরাবে কি?
'নাকি মেঘাচ্ছোন্ন গগন
প্রতিদিনের ন্যায় কাটবে প্রতিটি লগন।'


১৯ জুলাই ২০০৪