কেনো যে সুর দিলে গানে যদিই চলে যাবে
কী হবে আর তুমি ছাড়া গানে কি সুর পাবে ?
উঠবে কি আর চন্দ্র-সূর্য গাইবে কি আর গান
মুগ্ধ গানে মাতাল প্রাণে ডুববেনা তো প্রাণ।
তুমিই ছিলে গানে কথা ছন্দ অন্ত্যমিল
কবিতারা বিমুখ আজি হাসেনা তো দিল ।
কি হবে আর লিখে কথা দূর হবে না ব্যথা
গান কবিতা উপন্যাসে সব খানে তোর কথা ।
শিরোনামে কিংবা শেষে তুমিই ছিলে, আছো
দূর হয়েও আমার মনেই একাই শুধুই বাঁচো ।
আমার জীবন সিনেমাতে তুমিই নায়িকা
একবার এসে দেখে যেও থমকে আছে গায়িকা ।
সুর উঠেনা সেই গীটারে হারমোনিয়াম বাঁশি
বিনা সুরেই গাইছি যে গান তোমায় ভালোবাসি ।


২১ অক্টোবর ২০০০ ইং