আয়নায় দেখে নিজ চেহারা নিজের রূপেই মগ্ন,
ভেতরটা তোর ময়লা ভরা দেখলেই পাবি নগ্ন !


আয়না দেখে আয়না মুছে ধুলা-বালি জমা
আয়নাতে নয় নিজের মুখেই কালি মাখা জামা ।


সুখ নামের ঐ তোতা পাখি হারালো কোন বনে,
দুঃখে ভরা কাকটি উড়ে ভয় লাগে এই মনে ।


প্রেম জীবনের একটি অংশ অন্য অংশে ঘৃণা
জীবন সাজে নরক যেমন প্রেমের মানুষ বিনা ।


মরে গিয়ে বেঁচে উঠি তোমার জন্য ফিরে আসি
হাজার জনম ক্ষুদ্র লাগে লাখো জনম ভালোবাসি ।


০৪ ভাদ্র ১৪২৬, ২০ আগস্ট ২০১৯