ক.
মেঘের জলে বৃষ্টি আসে
বৃষ্টি জলে বন্যা,
সকাল বেলায় সূর্য হাসে
প্রেম প্রিয়াসী কন্যা।


খ.
মেঘের জলে বৃষ্টি হলে
সাজে সবুজ মাঠ,
বৃষ্টি জলে বন্যা হয়ে
ভাসে মাঠ-ঘাট ।


গ.
আষাঢ় মাসের বৃষ্টি জলে
মধুর লাগে ক্ষণ ,
আরো লাগে ভালো; থাকলে-
পাশে প্রিয়জন ।


ঘ.
মেঘের আকাশ মেঘাড়ম্বর
ঝরে ঝিরঝির বৃষ্টি,
বৃষ্টি জলে নাচে সবুজ
নব পল্লব সৃষ্টি ।


ঙ.
মেঘের বুকে মনের সুখে
তুলি গানের সুর,
স্মৃতি মালা মনের কোণে
ছড়ায় আলোর নুর ।


শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫
২৯ জুন ২০১৮