দিনে-দিনে মানুষ গুলো হচ্ছে বড় হারামী,
লোক দেখানো মানবতা মিছেই হাসি ডামি।
সাদা পোশাক কালো মনে
রঙ্গীন জীবন ক্ষণে-ক্ষণে,
শোর তুলে জোর আত্ম প্রচার সাজে সবচেয়ে দামী।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৩ পৌষ ১৪৩০, ২৮ ডিসেম্বর ২০২৩