জীবনটা যার পাঠ্য বইয়ে থাকলো বাঁধাধরা,
জন্ম থেকেই কূপমণ্ডূক হয়নি দেখা ধরা।
মিছেই যে তার সারা জীবন
ভুলের-ই যে সব উচ্চারণ,
রইলো শাবক নয়তো ভাবক হয়নি পড়া অন্তরা।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৩ পৌষ ১৪৩০, ২৮ ডিসেম্বর ২০২৩