যখন ব্যথা লাগে মনে অশ্রু ঝরে চোখে
গুমরে মরে কান্না গুলো শুধুই-শুধুই বুকে,
"বুকের কথা বুকেই থাকে
হয়না বলা জীবন বাঁকে",
চলে মানুষ সময় তালে - কাটে জীবন সুখে ।


বিষাদ মনে সুখের খুঁজে ঘর ছেড়েছে মন
বনে-বনে ঘুরে বেড়ায় পর করে আপন ।
"দুঃখের পরে সুখে দেখা
বদলে যাবে হাতের রেখা"
ফিরে যাবে আপন নীড়ে এই করেছে পণ ।


২৩ আষাঢ় ১৪২৬, ০৭ জুলাই ২০১৯