এক.
যে ছিলো তোমার কাছে সে আছে আজো পাশে
শরীরে দূরে মনটা পোড়ে সে তোমায় ভালোবাসে।
দুই.
নিজকে তুমি যতোই ভাবো ব্ড্ড বেশি জ্ঞানী
তোমার চেয়েও বেশি বোকা দিচ্ছে ভালো বাণী ।
তিন.
ফুলগুলো সব ঘ্রাণ দিয়ে যায় যায় শুকিয়ে রোজ
অনাদরেই মরছে অনেক কেউ রাখেনা খোঁজ ।
চার.
দূর প্রবাসে বসে যারা টানছে দেশের হাল
বলছে অনেক তারাই নাকি দেশেরি আকাল।
পাঁচ.
দিনগুলো সেই আগের মতো আসবে না আর ফিরে
ভালো গিয়ে মন্দে আসা হতাশায় থাকে ঘিরে ।


আগস্ট ২০২০