যারা চলে গেছে সে দিন আর আসবেনা ফিরে
       মিছিল মিটিং হবে না কভু তাদের ঘিরে।
ভুলের দলে হারিয়ে যাবে নতুনের ভীড়ে
       নিশ্চয় ভালো আছে থাকবে আপন নীড়ে।
আপন ছিলো পর হয়েছে শ্রত্রু ছিলো ঘরে
       বন্ধু সেতো পারেনি হতে, তার আগেই গেলো মরে।
দেহ খানি মাটি হলো আত্মা গেলো উপরে
       দর্শন কী বেঁচে আছে? ভাবনা তাদের কেমনে বাঁচে?
বিনা লাভে দেশের জন্য জীবন দিলো অকাতরে।
       কি দিয়ে করবো বলো ? তাদের সম্মান
কিন্তু; পদে-পদে তাদেরই করছি অপমান।