দেখে আমি মুগ্ধ বিস্ময় এই পৃথিবী এক নিয়মে চলে,
অবাক হয়ে আকাশ দেখি চন্দ্র সূর্য মেঘেরা এক দলে।
পাখি উড়ে ডানা মেলে বাতাস দোলে বৃষ্টি পরে মাটির পরে
সষ্য ফলে সবুজ ভরে ফুলে ফলে মাঠে মানুষ ফেরে ঘরে।


শুধু প্রেমে যদি থাকতো সুখে প্রেম হতোনা মধুর,
দুঃখ নেই থাকলে কাছে প্রিয়জন বুঝা যায় হলে দূর ।
কান্না আছে বলেই তো হাসির এতো দাম,
দুঃখে ভরা জীবন যাদের সুখে তাদের আরাম।
মন আছে তাই অনুভবে ভাবনা জাগে কতো,
একটু দুঃখেই আঘাত লাগে জেগে থাকে ক্ষত ।


বিরামহীন চলছি পথে এই জীবনের রথে
নানা রঙ্গের দেখছি মানুষ রঙ্গীন চোখে ।
চোখে জলের নদী তৃষ্ণায় মরে কতো
মুখে তার হাসি ফুটে বুকের ভেতর ক্ষত ।
দুঃখের সাগর বুকে নিয়ে চলছে জীবন ভর
সুখের আশায় বুকে তুলে আপন, বাঁধছে ঘর।
দেখেছি এমন কতো আমি আছে মানুষ জন
চোখ মেলে দেখলে তুমিও কাঁদবে তোমার মন।


১৮ নভেম্বর ২০১৭