#মুখ্য
আকাশ বিশাল মনের মানুষ তাঁর জীবনেই দুঃখ,
ভালো থাকাই এক বাসনা লক্ষ্য এটাই মুখ্য।
যদি সুখ পেতেই যে চাও
দুঃখ কিছু ভাগেতে নাও,
মুদ্রা পিঠে জীবন ছুটে সুখ গুলো সব সূক্ষ্ম ।
#দুখদানি...
কান্না তোমার কতোটা জল দুঃখ নদীর পানি,
সুখ যে তোমার সোনার হরিণ জীবন যে দুখদানি।
সঙ্গ দোষে মঙ্গ নষ্ট
দুষ্ট কর্মফল পায় কষ্ট,
আসবে আলো অবশেষে থাকবে যে সুখ বাণী।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
০৯ পৌষ ১৪৩০, ২৪ ডিসেম্বর ২০২৩