ক.
যার মনে নেই প্রেমের জোয়ার তার কাছে পাবে কি
শূন্য যে সে খালি কপাল; পানি লাগে তাঁর কাছে ঘি ।
সে দেখেনি সুখ কারে কয়' দুঃখেই ভরা তাঁর জীবন
মরুভূমিই যে তাঁর' বৃক্ষ উদ্যান - মানে না সে বন ।
খ.
যার বুকে তুই মাথা রাখিস যার মনে রাখিস মন
সে কী তোর খবর রাখে ভাবে কি তোরে আপন ?
শুধুই মিছে-মিছে ঘুরলি তারই পিছে-পিছে
অবশেষে শূন্য হাতে; জয় হলো তোর কিসে ?
গ.
যার কথাতে চন্দ্র হাসে, হাসে সূর্য তারা
তার বুকে তোর দুখের বাসা মন্দ কইছে যারা
দুঃখের পরেই সুখের দেখা আজো আছে খাড়া
ধৈর্য্য হারা মানুষ যারা - স্বপ্ন যাচ্ছে মারা ।


১০ মে ২০১৯