#সব কিছু চাই
শক্ত করে হাতে ধরে পাড়ি দিও সময়,
মাফ পাবে না সময় খেলায় জীবন কান্নাময়।
ভুল পথে রোজ চলছে মানুষ সেই আদিকাল হতে
যেভাবেই হউক সব কিছু চাই এক হাতে সব পেতে।

#নীতিতেই শোষিত
সবচে বড় কঠিন সত্য যাই ভুলে যাই আমরা,
ভয় ভীতি নেই একটু মনে মোটা করে চামড়া।
সমাজ এখন নেই সমাজে অস্থিরতায় ভরা,
গ্রাম নীতিতে শোষিত হয় মানবতার খরা।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৮ কার্তিক ১৪৩০, ১৩ নভেম্বর ২০২৩