কোথায় তুমি হারিয়ে গেলে, কোথায় তুমি থাকো
পড়ে কী আমায় মনে ? আমায় কি মনে রাখো।
তোমায় আমি করছি কতো ডাকা-ডাকি
শুনছো কি গো প্ররাণ পাখি।
মনে কি পড়ে - সেই দিনেরও কথা
প্রথম আমায় দিয়েছিলে যখন ব্যথা !
যেখানে হয়েছিল শেষ দেখা
মনের কোণে রয়ে গেছে সে রেখা !
তারপর তুমি হলে লাপাত্তা
স্মৃতির মিনার পুল
সব! সবই শুধু ভুল
তুমি গেলে হারিয়ে আমিও তোমায় বাঁধিনে।
আজ বড় পড়ছে মনে, তোমায় গোপনে-স্বপ্নে
তুমি র'বে মিলে-মিশে, জীবনে-মরণে
কি করে এতোটা পাষাণ; তুমি হলে
আমি কি করে বাঁচবো, ওগো তুমি বিহনে।


৭ আগষ্ট ২০১৪ ইং
রাতঃ-১০-৩০ মিঃ
দাম্মাম-সৌদিআরব