সকাল যেনো জীবন শুরু সন্ধ্যা হলেই থামে,
"চলার নামই এই তো জীবন" মরে যাওয়া জ্যামে !
সত্য যখন হবে যে জয় মিথ্যে কেনো বলো,
ধৈর্য্য ধরে থেকে পরে- সঠিক পথে চলো ।
হেরে যাবার ভয়ে যদি থামাও তোমার চলা,
জিৎ তোমারি ভাগেতে নেই হয়নি কি তা বলা ?
লড়াই যখন করবে তুমি করেছো তা ঠিক,
আলোর পথে চালাও জীবন সঠিক করো দিক ।
অবশেষে আসবে যে জয় অপেক্ষাতে থাকো
হারার আগে হেরো না তো মনে সাহস রাখো ।


০৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২০ মে ২০১৯