গান্ধীর দেশে গডসে রাজ জিন্নাহ দেশে সেনা
শেখের দেশে বেটির রাজ জনগণের দেনা।
রক্ত ঘামে কৃষক-শ্রমিক করছে জমা টাকা
বেলা শেষে উন্নয়নের তহবিল কেনো ফাঁকা?
প্রিয়জন ছেড়ে দূর প্রবাসে ঝরাচ্ছে যে ঘাম
দেশের বুকে এলে ফিরে, পায়না কোনো সে দাম?
ক্ষুদ্র-ক্ষুদ্র কোটি হাতে করছে অর্থ জমা
সেবক সেজে শোষণ করে পাবিনা তো ক্ষমা।
চোরের রাজে প্রজা শোকে, থাকিস তোরা সুখে
একটু কি তোর হাত কাঁপেনা ভয় লাগে না বুকে।
এই দুনিয়ায় ক্ষমতার জোর শূন্য পরকালে
অন্যের ধনে হেডমি তোর সম্মান নেই কপালে।
ফেরাউন, নমরুদ, লাহাব ছিলোতো ক্ষমতাবান্‌
কেউ পারেনি রাখতে ধরে মরেছে গিয়েছে প্রাণ।
আজকে যাদের পেশিশক্তি; আর শোষিত দুর্বল
থাকবে না তো চিরকাল তা, পাবেই সে কর্মফল।
জেগে উঠো কিশোর, যুবক, বৃদ্ধ, শিশু, বালক,
সোনার বাংলা সাজবে পেলে ন্যায়পরায়ণ শাসক।
আসবে আলো জাগবে এ দেশ পাবে স্বাধীনতার স্বাদ,
মিলেমিশে থাকবে সবাই ভুলে যে সকল বিবাদ।


দাম্মাম, সৌদিআরব
জুন ২০২৩