ক.
যার মনে প্রেম জেগে উঠে মানে না সে বাধা
হাজার বছর অপেক্ষাতে আসবে তাঁহার রাধা ।
আকুল পরান বুঝে না যে; সবই লাগে সাদা
অনিয়মও নিয়ম লাগে সহজ লাগে ধাঁধা ।
মিষ্টি মধুর লাগে যে তাঁর কঠিন কঠোর সাজা
স্বর্গ মোহে থাকে সদায় নিজকে ভাবে রাজা ।
চারিপাশে সুরের নহর সুখের বাদ্য বাজা
ডুবে থাকে প্রেমের সুরায় তিতাও লাগে খাজা ।


খ.
প্রেমের ছোঁয়া জাগলে মনে কোমল করে প্রাণ
প্রাণ স্বজনী থাকলে দূরে দেহে থাকেনা জান ।
জিন্দা মানুষ মরা লাগে প্রেম যদি না থাকে
প্রেমের জোরে জয় করে নেয় বিশ্ব মুঠোয় রাখে ।
ভালোবাসার শক্তি কতো দেখতে যদি চাও
ইতিহাসের পাতা খুলে হাজার স্মৃতি পাও ।
টিকে আছে এই পৃথিবী ভালোবাসার জোরে
নীরব থাকে প্রেমিক যুগল থাকেনা তো শোরে ।


০৮/০৫/২০১৯