ছুটি দেখতে যেমন খুশির মনে বাস্তবে তা খুশি নয়
চলে গেলে দূরে সরে' জীবন জুড়ে শুধুই দুঃখময় ।
দুঃখ তারে দূর করিতে কতো লড়াই যুদ্ধ
পুড়ে-পুড়ে খাঁটি যে হয় তবেই লোক হয় শুদ্ধ ।
শুদ্ধটাকে নষ্ট করতে আসে কতো পোকা
লুকিয়ে আসল রূপটা যে তার দেয় শুধু ধোঁকা ।
ধোঁকা খেয়ে বোকা হয়ে কাঁদে পথে বসে
মনটা বলে পেলে তারে দিতে থাপড় কষে ।


৩০ এপ্রিল ২০১৯