মন্দের বাহার
মন্দ হাজার ভিড়ে বাজার চলে মন্দের আহার
গাড়ি-বাড়ী অর্থ-কড়ি জীবন যে তার বাহার।
দিনের খাবার জোগাড় করা
নষ্ট-কষ্ট জীবন গড়া,
ভালোর জীবন উল্টো স্রোতে দুঃখ গলার হার।

রসাতলে
মাথার ঘাম পায়ে পেলে যারা বদলাইতেছে দেশ
ফিরে এসে ওরা দেখে হয়ে গেছে সর্বশেষ।
দুই হাতে লুট চোরের দলে
স্বপ্ন আমার রসাতলে,
দিন বদলে সোনার বাংলা মন্দ লোকের রেশ।

দেশ দিয়েছে ভাড়া
যুদ্ধ করে মুক্ত স্বাধীন আনলো স্বদেশ যারা,
রক্ত ঘামে জীবন দানে ভুলের খাতায় তারা।
নব্য যদি রাজাকার হয়
লুটেরা কেমন যোদ্ধা রয়?
সোনার বাংলায় কয়লা মেলে; দেশ দিয়েছে ভাড়া।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ ভাদ্র ১৪৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৩