সস্তা আমি তাই বলে কি
করোনি তো আদর,
ভুল ভেঙ্গেছে এখন তোমার
বাড়ছে আমার কদর ।
কাগজের ফুল ভেবে তুমি
দূরে দিলে ঠেলে,
গন্ধ হারা ফুল নয় আমি
ধোঁকা তুমি খেলে।
কালকে আমি ফুটেছিলাম
তোমার ঐ বাগানে,
মুখ ফিরিয়ে দেখোনি তো
ফুল পাখিদের গানে ।
ঝরি তোমার অবহেলায়
নীরবে নিভৃতে,
অন্যের গলের মালা এখন
নয় বিপরীত হিতে ।
আজকে যখন দেখবে আমায়
বাড়াই ফুলের শোভা,
গন্ধবিহীন সেই আমিটা
হয়ে মনোলোভা ।


সোমবার
২৪ আষাঢ় ১৪২৫, ০৯ জুলাই ২০১৮


শ্রদ্ধেয় কবি খলিলুর রহমানের "অবহেলার ফুল" কবিতার মন্তব্যে লেখা ।
কবিতাটা শ্রদ্ধেয় কবি খলিলুর রহমানকে উৎসর্গ করলাম ।