মিছে তুমি গর্ব করো
নেইতো কোন দাম !
মরে গেলে ভুলে যাবে
মিটে যাবে নাম ।


শুধু আমি; আমি ছাড়া
সব কিছু যে শূন্য,
ভাবনা এমন মিথ্যে এটা
সবটা জরা-জীর্ণ ।


টাকা-টাকা করে জীবন
সময় করলে যে পার,
শূন্য হাতে ফিরে যাবে
র'বে পড়ে যে যার ।


এলে একা যাবে একা
সঙ্গে যাবে না কেউ,
শুধু-শুধু মিছে মায়ায়
যেন কুকুর ঘেউ-ঘেউ ।


আজ আছো তো কাল রবেনা
চলবে তবু ধরনী,
তুমি হীনা সাজবে ভুবন
রাঙবে দিন আর রজনী ।


সোমবার
১১ আষাঢ় ১৪২৫, ২৫ জুন ২০১৮