পড়লে ফাঁদে প্রেমের ফাঁদে জীবন শুধুই কাঁদে
ভালোবাসা থাকলে পরে সুখে জীবন বাঁধে ।
দেখতে তাঁরে দুখের নদী বুকে কান্নার জল
দুঃখের পরে সুখের প্রকাশ আঁখি টলমল ।
ধরলে হাতে ছাড়বে না আর কাটুক সুখে-দুখে
"দুই পিঠেতেই জীবন সাজে" রেখো তারে বুকে।
'যেথায় থাকে লোভ-লালসা', সে নয় ভালোবাসা
চার দেয়ালের ঘর হয়েছে হয়নি সুখের 'বাসা' ।
দু'জন মিলেই হয় না শুধু 'সংসার নামের নীড়'
সবাই মিলে থাকলে পাশে - আপন জনের ভিড় ।
সাজবে তখন সুখের স্বর্গ 'একটি পরিবার'
রুখবে কে সে সুখের নদী সাধ্য আছে কার ?


২৮ এপ্রিল ২০১৯