সাদা-কালো জীবন তাদের পাপ-পুণ্যে ভরা,
সুখের আশায় ঘর ছেড়ে আজ দুঃখের পাহাড় গড়া।
একটু ভালো থাকার জন্য কষ্ট বুকে বাঁধে,
সুখ যে সোনার হরিণ বুঝলে তখন শুধুই কাঁদে।
হাত বাঁধা পা বাঁধা ওদের দূর প্রবাসের কাজে,
মনের ভেতর দিবা-নিশি দেশের সুর যে বাজে।
মন কাঁদে তার মুখ ফুটেনা দুঃখ জমা বুকে,
হাজার কষ্ট নিয়েও তারা থাকে হাসি মুখে।
পরিবারের সুখের জন্য রাখছে জীবন বাজী,
সব দিয়ে শেষ শূন্য হাতে থাকতে ওরা রাজি।


১৭ জুলাই ২০২৩