দেখোনি বলে করোনি "পরকালে বিশ্বাস"
এই যে দিব্য বেঁচে আছো; দেখেছো কি নিঃশ্বাস ?
জন্ম মৃত্যু দেখেছো তো, দেখেছো বেঁচে থাকা ?
হাসি-খুশি এই জীবনের শেষে “কবরে রাখা”।
সুখ দেখেছো দুখ দেখেছো চোখের কোণে অশ্রু জল
চন্দ্র দেখে সূর্য দেখে শিখনি তাও, বুঝোনা কীসের ফল।
আসছে সবাই নিয়ম মেনে, যাওয়া কিন্তু এক নয়
যতোই ক্ষমতা দাপট সব - বয়সের হয় যে ক্ষয়!
দেখোনি ? পাহাড় সাগর নদী বয়ে নিরবধি-
নির্দেশে কেউ একজন একনিয়মেই; তিনিই “বিধি” ।



মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব,
০৩ বৈশাখ ১৪২৬, ১৬ এপ্রিল ২০১৯