যদি বলো তোমায় আমি স্বর্গ এনে দিই পারবোনা আমি তা পারবনা,
যদি বলো তোমায় চাঁদ এনে দেই তাও পারবোনা আমি।
যদি বলো তোমার জন্য সারা রাত জেগে থাকি, না, তাও পারবনা,
তোমার তরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা,
থাকবোনা আমি তোমার অপেক্ষায়।
তুমি আসবে জেনে বসে থাকবো ষ্টেশনে না, তাও হবেনা, থাকবো না বসে।
তাই তুমি ভাবতে পার? তোমায় বাসি না ভালো!
না...তা...না আমি সত্যি তোমায় ভালোবাসি।
চাঁদ, তারা, আসবেনা পৃথিবীতে, শুধু কল্পনায় তা
আমি বাস্তবে করি বসবাস-তুমি তা জানো?
আমার ঠিকানা তোমার জানা- কেনো রাস্তার পাশে ষ্টেশনে
এসো আমার আঙিনায় মধুর ভালোবাসায় রাঙিয়ে দেবো তোমায়।


শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
১৩ বৈশাখ ১৪২০, ২৬ এপ্রিল ২০১৩