রক্ষক যখন ভক্ষক, সক্ষম হয়ে যায় অক্ষম,
অপারাধী লাফিয়ে বেড়াই হত্যা করে পর পর।


গণতন্ত্রের দালালেরা আরালে হাঁসে অট্ট হাসি
সুশীল সমাজ রং বদলায় দিবস ও আঁধারে
এঁকেছে দুর্নাম, ধ্বস্ত, হিংসা, জন্মভুমির বদনে।
সংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী ভাগ দলে দলে
আমি ঠিক, তুমি ভুল এই তর্ক বাধে প্রতি পলে।


বাঙ্গালী নাকি বাংলাদেশী কোন পরিচয়টা দামী
এক বৃত্তে ঘুরি সদাই আমারটাই আমি মানী।
মুক্তিযুদ্ধা বিনা চিকিৎসায়, অনাহারে কাটে বেলা,
ভূয়া দেশ প্রেমিক ভালই, দেখায় টাকার খেলা।


কোন ধর্ম বলে মানুষ মারলে, জান্নাত নছিবে
ইসলাম মানবতার ধর্ম, কি করে কুৎসিত’বে।
ধর্মের ঠিকাদার করে নেয় কাজ, ভুল বুঝিয়ে
সত্যে করে রাজ, কতো দিন চলবে এমন করে,
মুসলমান কবে ভাঙ্গবে ঘুম, হবে সু-প্রভাত।


আপরাধী যেই হউক করো না তারে যেন ক্ষমা,
প্রকাশ্যে ফাঁসি দাও, রাজনীতির না ফাটাও বোমা।


       ৩রা নভেম্বর ২০১৫ ইং
       ১৯ কার্ত্তিক ১৪২২ বাংলা
       দাম্মাম, সৌদি আরব।
(রাজ=গোপন করা)