করুণা চাই না, নয় তো মেহেরবানী
ভালবাস যতোটুকু পার হউক আধ খানি,
০.৫% হলেও নেই যে কোন ক্ষতি
তাতেই আমি হতে রাজি তোমার পতি।


তোমায় আমি ভালবাসি এই নয় তো শেষ
দিতে পারি তোমার তরে সব করে পেশ,
ক্ষতি কি যদি, ভাল নাই বাস মোরে,
রভ আসে-পাশে সারা জনম ধরে।


দুঃখ দেবে, কান্না দেবে যতো পার দাও
মেটেনা সাধ যতক্ষন আরও দিয়ে যাও,
যদি তুমি এমন করে সুখী হও, সুখ পাও
করবো না মানা যা দেবার দিয়ে যাও।


অপবাদ, গালি যতো পার দাও থেমোনা যেন
প্রশ্ন করবোনা কখনও এমন করেছিলে কেন?
এইটুকু যেন,যতোই ঘৃনা, অপবাদ দুঃখ পাব
০.৫% এর বেশী হয়না যেন, আমি বেশী না খাব।


একটু তুমি একটু আমি হবে এক যামিনী
দু’জন মিলে সাজাবো বাসর হাসিবে মেদিনী,
অর্ধেক তুমি অর্ধেক আমি মিলে পুরোপুরি
সাজাবো সুখের স্বর্গ চলবো সোজাসোজি।


তাং-০৫ নভেম্বর ২০১৫ ইং
     ২১ কার্ত্তিক ১৪২২ বাংলা
          দাম্মাম,সৌদিআরব।