দুই কদম সামনে গিয়ে এক কদম পিছে
এতো দূরে যে এলাম সবি কি মিছে।
কতোটুকু পথ এলাম আর কতোটুকু হারালাম
হিসেব কষে কি বল শূন্য! নাকি কিছু পেলাম।


অর্ধেক প্রেম তুমি অর্ধেক ছলনা
অমৃত ভেবে তাকেই যেন পিনা
এক হাতে ডাক অন্য হাতে করো মানা
কি করে বুঝবো ভালবাস নাকি ঘৃণা।


অর্ধেক নারী তুমি অর্ধেক মানবী
তোমায় ভালবেসে কাঁদি সারা যামিনী
চাওয়া পাওয়ার ব্যবধান এতোটা কেন?
হাতের কাছে আলো,তবু রাত যেন।


এক পাশে চাঁদ এক পাশে রুটি
সুখের আশে জীবন ভরে ছুটি
কখনো সুখ কখনো দুঃখ জুটে
তবু মনো বল,আকাঙ্ক্ষা না টুঁটে।


অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জেগে
যতো অপবাদ ছিল গায়ে মেখে
জীবন তরী বয়ে দ্রুত বেগে-
কি গেলাম তোমার তরে রেখে।


একাকী দুই কিংবা চার পায়ে চল
সহস্র মাইল আর কতো পথ বাকী বল
আকাশ যেখানে মিশে ঐ গাঁয়ের পর
অপেক্ষায় থাকি তোমার জনম ভর।


দুঃখ সুখের ভেলা ভাসমান আকাশে
সুরের নদী বয়ে চলে বাতাসে
পাওয়া না পাওয়ার হিসেব অংক ভুল
তবুও তো পাই ফিরে জীবনের কুল।


হারালে কোন সূ-দূরে কোথাই গেলে মিশে
হঠাৎ যেন দেখি!দাঁড়িয়ে আছ আমার পাশে,
মুছে দিয়ে যতো গ্লানি যা ছিল মোর ভুল
ফিরে এসো,চলো এবার পাথরে ফুটাই ফুল।


    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫ ইং
                ০৩ অগ্রহায়ণ ১৪২২ বাংলা
                ০৪ সফর ১৪৩৭ হিজরী
                     দাম্মাম,সৌদিআরব