আমি মুক্তিযুদ্ধ দেখিনি শোনেছি দাদুর মুখে
পরিবার নিয়ে ছিল সবাই, নয়তো এতো সুখে
অভাবের সংসার ছিলনা উন্নতি, সদাই থাকতো দুঃখে
এক বেলা খাবার মিলে তো, দুই বেলা ভুখে।


কর্মসংস্থান ছিল না এতো,নয় কল কারখানা
পূর্ব পাকিস্তানি বাঙালী বলে ছিল শুধু বঞ্চনা
মনে মনে হজম করেছে কতো যে যন্ত্রনা
স্বাধীনতা ছাড়া নেই উপাই এই ছিল জল্পনা।


শিক্ষা-স্বাস্থ্য-প্রগতি সব খানে ছিল দুর্গতি
সমাজ ব্যবস্থায় শিরায় শিরায় ছিল দুর্নীতি
শাসনের নামে চলতো শোষণের ভেড়ী
শ্বাস নেয়াও কঠিন ছিল, হিসেব নিত তারি।


কারফিউ লেগে থাকতো বছরের বার মাস
প্রাণ খুলে বাঁচিবে নেই আশা, গলায় ছিল ফাঁস,
মুক্তির উপায় খুঁজে ক্লান্ত সবাই জীবন নাভিশ্বাস
বাংলায় জন্ম নেয়াই যেন ছিল অভিশাপ।


ধারে এসে দাঁড়ালো একাত্তর স্বাধীনতার সাল
তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা জ্বালালো মশাল
অবাক নয়নে তাকিয়ে বিশ্ব সভা, পাকিস্তানি হতাশ
এলো বাঙালীর মুক্তির স্বাধ, এই অর্জন বিশাল।


রোববার, ১৩ ডিসেম্বর ২০১৫ খ্রীষ্টাব্দ
২৯ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ ৩০ সফর ১৪৩৭ হিজরী