রাত জাগিয়া ওয়াজ করে
হুজুর মহাশয়
ফজর নামাজ হয় না পড়া
ঘুমে যায় সময়।

ঘুম পাড়ানি ঘুমের মানুষ
পায়না ঘুমের আবেশ
কিচ্ছা করে দিচ্ছে শিক্ষা
হুজুর করছে বেশ।

নামী-দামী হুজুর মশাই
খামে ভরে নেয় টাকা
চুক্তিতে যে ওয়াজ করে
এই সব থাকে ঢাকা।

১৭/০১/২০১৭

টীকা:- ওয়াজ মোটেও খারাপ নয় কিন্তু
বর্তমানে শীতের রাত ১২/১ প্রর্যন্ত একেবারে ঠিক নয়।