প্রতিবাদের মশাল হাতে ঘর ছেড়েছ যেই,
ভয়ে কাঁপে মন্দে হারায় অপরাধী খেই।
ভীষণ ভাবে জাগবে যখন
মিশন হবে পূর্ণ তখন,
তোমরা যদি ঘুমেই থাকে, মুক্তি কোথাও নেই।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
২৫ কার্তিক ১৪৩০, ১০ নভেম্বর ২০২৩