এই যুগ এখন খায় না সত্য; মিথ্যেরা সব চলে,
"সত্য বলা লোক গুলো আজ মরছে দলে-দলে" ।
যতো বেশি মিথ্যে বলে সম্মান যে তার বেশি,
অসার ভুবন গড়ে ওরা - 'বলে সুখেই আছি' ।
দুই দিনের এই রঙ্গের খেলায় দেখায় কতো দাপট,
ক্ষুদ্র তারা অতি ক্ষুদ্র ভাবনা যে বৃক্ষবট ।


দাম্মাম, সৌদিআরব
৩০ মার্চ ২০১৯