স্বর্গ-নরক নয় তো দূরে তোমার মনেই বসবাস,
রোজ দেখা হয় নিত্য কাজে পাওনা কি তার আভাস !
দুঃখের পাশেই সুখের বসত নয় তো যোজন দূর
তবু; হাত বাড়ালেই যায় না পাওয়া সুখের সুর ।
তার হৃদয়েই বাজে বাজ্য যে করে দুখ লড়াই
হার মানেনা কোনো ক্ষণেই করে না সে বড়াই।
জয়-পরাজয় জীবন যুদ্ধে তবু জীবন চলে
"হার না মানা মানুষ গুলোই 'জীবন যুদ্ধা বলে"।
সাদা-কালো রংঙ্গেরই নাম - যেমন আরো রং
কালোটারে অন্য রঙ্গে রাঙ্গিয়ে ঢংঢং !
দেখবে তখন দূরে যাবে আলো অন্ধকার
সাজবে সবাই সুখের আলোয় দূর করে আঁধার।


রবিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ বৈশাখ ১৪২৬, ২১ এপ্রিল ২০১৯