ভাবনাতে রোজ ভালোই আসে চারপাশের সব মন্দ
কেমন করে বেঁচে থাকা চলে শুধুই ধন্দ / দ্বন্দ্ব।
চোর-ডাকাতে ভরে গেছে
সবখানে লুট নয়তা মিছে,
ভাগ্যে শুধু দুঃখ জাতির নেই কোন আনন্দ।


মঙ্গলবার, ১৭ শ্রাবণ ১৪৩০, ০১ আগস্ট ২০২৩


ধন্দ- ধোঁকা, ধাঁধাঁ, সন্দেহ।
দ্বন্দ্ব- বিরোধ, কলহ, যুদ্ধ ।