ঢেউ তুলে তুই মনের নদী উতাল-পাতাল করে,
একলা আমি কেমনে থাকি মন বসে না ঘরে ।
ঘর ছেড়েছি তোরে ভেবে আর যাবো না ফিরে,
তোর সাথে মোর জীবন বাঁধা তুই ছাড়া যাবো মরে ।
ভুলে গেছি যার ছিলো মোর নিজের আপন বলে
তাঁরা যে আজ ভুলের খাতায় ভুল মানুষের দলে ।
ডুব দিয়ে তোর প্রেমের সাগর ডুবাইছি দুই কুল
দুই পৃথিবী বৃথা আমার ফুটেনি সুখের ফুল ।
তুই থাকিস ঐ আকাশ মাঝে আমি খুঁজি মাটি
জানি রে তোর প্রেম ছিলোনা' একটুও নয় খাঁটি ।


জানুয়ারি ২০১৯