মসজিদ হতে জামাত ছেড়ে নামি যখন পথে
সামনে যে মোর কত ভিখেরী ভগ্ন হাত পাতে,
কারো চোখ নেই, কারো আছে নেই আলো-
পা নেই কারো, হাত কাটা, লাগেনা তো ভালো ।
বুকের ভিতর হা-হা করে লাগে যেন ব্যথা
এই দুঃখীদের সেবা করব, পথ খুঁজে পাই কোথা ;
হে রহমান, হে রহীম, সর্বশক্তিমান তুমি দয়াময়
এই পৃথিবীর দুঃখ দুর্দশা, আমার জীবনে জ্বালাময় ।
তুমি তো সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ, অসীম ক্ষমতাবান
পারো না তুমি দুঃখ দুর্দশার করিতে পরিত্রাণ;
নয়তো আমায় অর্থ দাও, ক্ষমতা দাও-
শক্তি দাও মোরে, গড়তে পৃথীবী তুমি যেমন চাও,
এই দুঃখীজন, ফুটপাতে নিঃস্ব, পথে পথশিশু
কোলে নিয়ে চায় টাকা, চায় না তো আর কিছু;
এদের দিকে তাকাতে গেলে আমার চোখে জল
কতদিন তুমি এই দুঃখীদের সাথে করবে এমন ছল;
ওরা তো ভিখেরী, হাত পাতে কেউ দেয়, কেউ দেয় না
আর কোনো হাত পাতবে না,আমার আশা এমন রবে না ।