এই জনকোলাহল পূর্ণ নগরী রাজধানী ঢাকা,
সারি সারি দালান, অফিস, প্রতিষ্ঠান নেই তো ফাঁকা ।
এখানে ভোর থেকে শুরু হয় গতিময় জীবন-
চলছে, চাকা ঘুরছে, জীবন ছন্দে যেন ছন্দ যাপন ।
যদিও নিবিড় সুন্দর রাজধানীর স্বপ্ন দেখি-
কিন্তু এখানে সব কৃত্রিম ব্যস্ত জীবনের চিত্র আঁকি;
রাস্তার পাশে পাশে ছোট ছোট চা দোকান-
বড় বড় মার্কেটে আয়েশী সুবিধার সোপান ।
এখানে কেউ চড়ে গাড়ি, গড়ে তুলে বাড়ি,
কেউ ফুটপাতে পড়ে রয়, আবার খায় ঝাড়ি ।
উন্নত, উন্নয়ন চলছে, দেশের প্রতি রন্ধ্রে,
কিন্তু কেমন তা যেন ধোঁয়াশা মনে হয়, রাস্তার ময়লা গন্ধে;
কবে হবো সচেতন ? পাবো বিশুদ্ধ নগর জীবন-
খামখেয়ালী মানুষগুলো করবে চাষ তাদের স্বপ্নচারণ ।
মসজিদে নামাজ শেষে ভিখারীর লম্বা সিরিয়াল
কেমন যেন হতাশা জাগায় ! কবে এই ঢাকা হবে রয়্যাল ?
স্বপ্ন দেখি সুনিবিড়, সাজানো গোছানো নগর-
যেখানে স্বপ্নের সাথে করব বসবাস সারা বছর;
রাজধানী নগরের এই ব্যস্ত জীবন যাত্রা-
সুন্দর ঢাকা গড়ে তুলে আনবে নতুন বার্তা ।